জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদার করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ'র প্রতিশ্রুতি

您所在的位置:网站首页 东芝bg5 জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদার করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ'র প্রতিশ্রুতি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদার করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ'র প্রতিশ্রুতি

2022-05-18 16:30| 来源: 网络整理| 查看: 265

ডিসেম্বর মাসে কোপেনহেগেনে আসন্ন জাতিসংঘ জলবায়ুর পরিবর্তন বিষয়ক সম্মেলনে একটি সার্বিক চুক্তি স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্র ও ইইউ'র উচিত সমন্বয় ও সহযোগিতা জোরদার করা । উভয় পক্ষের নেতৃবৃন্দ ৩রা নভেম্বর ওয়াশিংটনে মার্কিন-ইইউ শীর্ষ সম্মেলনে এ কথা জানিয়েছেন ।

মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন , তিনি ও ইইউ'র অন্যান্য নেতারা সর্বসম্মতিক্রমে মনে করেন যে , আগামী কয়েক সপ্তাহে এ ক্ষেত্রে উভয় পক্ষের আরো ব্যাপক প্রচেষ্টা চালানো দরকার ।

বিশ্ব অর্থনীতির পুনরুজ্জীবন প্রসঙ্গে উভয় পক্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে , তারা সক্রিয়ভাবে জি-বিশের মতৈক্য কার্যকর , আন্তর্জাতিক আর্থিক তত্ত্বাবধান ব্যবস্থাপনার সংস্কার আরো ত্বরান্বিত, বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধীতা এবং দোহা রাউন্ড আলোচনা যতো তাড়াতাড়ি সম্ভব সফল করার কাজ ত্বরান্বিত করবেন । (থান ইয়াও খাং)



【本文地址】


今日新闻


推荐新闻


CopyRight 2018-2019 办公设备维修网 版权所有 豫ICP备15022753号-3